ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
অর্থ আত্মসাতের অভিযোগে ইকবাল হাইস্কুলের সাবেক সভাপতির নামে মামলা
  • দিনাজপুর প্রতিনিধি
  • ২০২৪-০৯-০১ ০৬:১২:১৯

দিনাজপুর ইকবাল হাই স্কুলের সাবেক সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও প্রধান শিক্ষক সেলিনা সুলতানার বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার দিনাজপুর কোট ইন্সপেক্টর লিয়াকত আলি মামলা হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯ আগস্ট দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মো. মাসুদ রানা(৪৮) ও মো. গোলাম মোরশেদ (৪৭) নামে দুই ব্যক্তি মামলা দুটি দায়ের করেছেন ।

 গোলাম নবী দুলাল গত পনের বছর থেকে ইকবাল হাইস্কুলে সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা গত এক যুগ ধরে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। এই অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত জুন মাসে মামলার বাদি মাসুদ রানা ও গোলাম মোরশেদ প্রধান শিক্ষক মারফত জানতে পারেন ইকবাল হাইস্কুলে অফিস সহায়ক ও নৈশ্যপ্রহরীর দুটি পদ খালি রয়েছে। পরে তারা বিদ্যালয় সভাপতি ও প্রধান শিক্ষকের সাথে চাকুরী প্রত্যাশী হয়ে যোগাযোগ করেন। বিদ্যালয় সংস্কারের নামে উভয়ের নিকট তেকে সাত টাকা লক্ষ্ গ্রহন করেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় সভাপতি। পরে চাকুরীতে যোগদান করতে না পারায় প্রদানকৃত অর্থ ফেরত চাইলে বিদ্যালয় সভাপতি গোলাম নবী দুলাল তাদেরকে হুমকি ধামকি দেন এবং আপোষ মীমাংসার প্রস্তাব দেন।  

 জানতে চাইলে গোলাম নবী দুলাল বলেন, টাকা নেওয়ার প্রশ্নই আসে না । যারা মামলা দায়ের করেছে ঈশ্বানিত হয়েই মামলা দায়ের করতে পারে । তবে মামলার বিষয়ে আমি কিছু জানিনা ।  মামলা দায়ের হয়েছে এমন প্রশ্নে তিনি আরোও বলেন , কোন সংস্থাকে  তদন্ত করতে দিয়েছে আদালত ?  

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী