বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রাষ্ট্রকে সংস্কার প্রয়োজন কিন্তু এজন্য অনেক আইনও পরিবর্তন করতে হবে যেটা এ সরকারের পক্ষে কষ্টকর। তারপরও আমরা দুই কক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতিসহ ৩০ টি প্রস্তাব দিয়েছি।
শনিবার সন্ধ্যায় লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আইন কমিশনের কথা বলেছি। পুলিশ বাহিনীর মত বিচার বিভাগকেও দলীয় করণের মাধ্যমে শেষ করে দিয়েছে আওয়ামীলীগ। প্রধান বিচারপতি দলীয় বক্তব্য দেয়। সে কারণে আমরা বিচার বিভাগে একটি কমিশন গঠনের প্রস্তাবও করেছি। দেশ সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে। মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।
জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ওই মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।