ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের প্রধান অস্ত্র-গুলিসহ আটক
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২৪-০৯-০১ ০৬:০৭:০১

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাইকে অস্ত্র-গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও উখিয়ার ৩২টি রোহিঙ্গা শিবিরে হত্যা, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ১৪ এপিবিএনের উপঅধিনায়ক এসপি আরেফিন জুয়েল।

আটককৃত নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট এর বি/ব্লকের বাসিন্দা মৃত মোস্তাক আহমেদের ছেলে।

১৪ এপিবিএনের উপঅধিনায়ক এসপি আরেফিন জুয়েল গণমাধ্যমকে বলেন, ৩১ আগস্ট ভোর রাতের দিকে পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর শিবিরের বি-ব্লক থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী