দেশে এক দশকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৪শ' ১৭ শতাংশ। ২০০৯ সালে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, এখন যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটিতে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গবেষণা সংস্থা টিআইবি আয়োজিত এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে বলা হয়, ২০০৯ থেকে প্রতিবছর গড়ে খেলাপি ঋণ বেড়েছে ৯ হাজার ৩শ' ৮০ কোটি টাকা। অভিযোগ করা হয়, সার্বিক ব্যাংকিং খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ খাতে রয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি এবং আইনের সীমাবদ্ধতা।
রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবেও খেলাপি ঋণ বাড়ছে বলে মন্তব্য করা হয় আলোচনায়।
কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্বলতা রয়েছে বলে জানায় টিআইবি।