নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল -পলাশ আঞ্চলিক সড়কের আশরাফ টেক্সটাইল মিল এলাকায় রাস্তার পাশ থেকে লাখ টাকা মূল্যের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এলাকার একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটার সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে দেখা যায়,ঘোড়াশাল-পলাশ সড়কের আশরাফ টেক্সটাইল মিল এলাকায় সবুজে ঘেরা রাস্তার দু-ধারে বেশ বড় বড় বাহারি গাছের সারি রয়েছে।এর মধ্যে লক্ষাধিক টাকা মূল্যের আকাশি ও মেহগনি গাছ রয়েছে।এলাকাবাসি বলেন,বুধবার গাছ কাটার সময় মৌখিকভাবে বাঁধা দিলে তারা বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে দুটি গাছ কেটে নিয়ে ঘোড়াশালের আজগর স-মিলে বিক্রি করে।
এ বিষয়ে পলাশ উপজেলা বন কর্মকর্তা-মোঃআমিরুল হাছান বলেন,গাছকাটার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম; তবে সরকারি আধা সরকারি এবং বে-সরকারি স্কুল কলেজ রাস্তার পাশের কোনো গাছ কাটতে হলে অবশ্যই বন-বিভাগের অনুমোদন প্রয়োজন। তারা যে কাজটি করেছে, তা বে-আইনি।
এসব গাছ নিধন প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীকে সচেতন হতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।
পলাশ উপজেলা সহকারী ভূমি কর্মিকর্তা-এ.এইচ.এম.ফখরুল হোসাইন বলেন, রাস্তার পাশ থেকে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই, কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।