বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ জাহাঙ্গীর আলম শেপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেলন হক মোজাম।
বক্তারা উল্লেখ করেন, রাজনৈতিক ভাবে হয়রানী করতে ক্ষমতায় থাকাকালে আওয়ামীলীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নামে মিথ্যে মামলা করে। সেই আওয়ামীলীগ আজ জনগন কর্তৃক বিতারিত।
আমরা দ্রুত আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও এই অঞ্চলের অহংকার শাহরিন ইসলাম তুহিনের নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।