ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কয়েক জেলায় পানিবন্দী হাজারো মানুষ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২২ ০২:৩৯:১২

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।  এতে করে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। তলিয়ে গেছে অনেক ফসলি জমি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নেত্রকোণায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমাঞ্চাল প্লাবিত হয়েছে।  এতে চার উপজেলার ২৫টি ইউনিয়নের রোপা আমনের ফসল তলিয়ে গেছে।

উত্তরের জেলা নওগাঁয় অতিবৃষ্টির ফলে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।  মান্দা ও আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় দিন পান করছেন।

এদিকে গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে।  তলিয়ে গেছে রোপা আমন ও অন্যান্য সবজি ক্ষেত।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা