ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২৯ ০৬:৩৮:৩০

ছাত্রাবাসে  নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার চিনাইরে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা হোস্টেল সুপারের বিরুদ্ধে নিন্মমানের খাবার সরবরাহের অভিযোগে বিক্ষোভ করে। এ সময় তারা জানান হোস্টেলের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রতিজনের কাছ থেকে প্রতিমাসে ৪ হাজার টাকা করে নেয়া হলেও সেই মানের  খাবার দেয়া হচ্ছেনা । 

পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়ালিউল্লা মোল্লা এ ব্যাপারে পদক্ষেপ নেয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী