অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে কমপক্ষে ৯০টি তিমির মৃত্যু হয়েছে। উপকূলের বালুর চরে আটকা পড়েছিল ২৭০টি তিমি। আটকে পড়া বাকি তিমিদের মধ্যেও আরও তিমি মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকর্মীদের বিবৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।
সোমবার অস্ট্রেলিয়ার দ্বীপ অঙ্গরাজ্যে তাসমানিয়ার পশ্চিম উপকূলে তিমির ওই বিশাল দলটিকে আবিষ্কার করেন স্থানীয়রা। তিমিগুলো উপকূলে আটকা পড়েছিল। ফলে পানির অভাবে ছটফট করতে করতেই অনেক তিমির মৃত্যু হয়েছে।
বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। তাসমানিয়া দ্বীপে দেখতে পাওয়া সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমি সাধারণত লম্বায় সাত মিটার বা ২৩ ফুট হয় এবং এদের ওজন হয় প্রায় তিন টন।
কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
সৈকতে তিমির এসে আটকে যাওয়া অস্ট্রেলিয়ায় নতুন নয়। তবে এত বেশি সংখ্যায় তিমির দল কীভাবে সৈকতে এসে আটকে গেছে তা জানা যায়নি।
ম্যারিন বায়োলজিস্টরা বেঁচে থাকা তিমিদের রক্ষায় হিমশিম খাচ্ছেন। তাদের উদ্ধারে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।