ভোলা জেলার লালমোহন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন "পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)" শীর্ষক প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট ) সকালে লালমোহন উপজেলা প্রকৌশল কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব চেক ও সনদ বিতরণ করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ।
উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,ভোলা এলজিইডির ট্রেনিং অফিসার মোঃ শওকত হোসেন,উপ সহকারী প্রকৌশলী মোঃ মিরাজ হোসেন, উপ সহকারী প্রকৌশলী নাজমুল হাসান,প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন, ভোলা জেলা ইনকিলাবের সংবাদদাতা প্রভাষক মোঃ জহিরুল হক ও কমিউনিটি অর্গানাইজার(সিও) রহিমা আক্তার,উপকার ভোগীদের মাঝে বক্তব্য রাখেন ফরাজগঞ্জ ইউনিয়নের শেহের বানু, ধলীগৌড়নগড় ইউনিয়নের রুমা বেগম।
এই প্রকল্পের আওতায় প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৯০ জন সদস্য প্রত্যেককে ১ লাখ ১৭ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়নের এই প্রকল্প পরিচালিত হচ্ছে।