ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত: হাফিজ ইব্রাহিম
  • ভোলা জেলা সংবাদদাতা:
  • ২০২৪-০৮-২৮ ০৪:৩৫:৫০

দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেন ভোলা - ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব  হাফিজ ইব্রাহিম। তার পরে তিনি সৈয়দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে  মঙ্গলবার    বিকাল ৩ টায় সময় পথসভার বক্তব্য রাখেন তিনি। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা - ২  আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি’র কার্যকরী নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী নেতা  হাফিজ ঈব্রাহিম।

জনসভা শুরুর আগেই নির্ধারিত স্থান ছাত্র জনতায়  ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত বছরগুলোতে বিনা ভোটে নিজেদের গুন্ডা বাহিনীর দ্বারা এই দেশ পরিচালনা করেছেন। এই সময় দেশের অর্থনীতি, প্রশাসনিক কাঠামো এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। গত ১৫ বছরে দেশকে তোলা বিহীন ঝুড়িতে পরিণত করেছেন। বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশের চৌকস সেনা নায়কদের হত্যা করেছেন। বিনা দোষে আলেম ও বিএনপি’র নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছেন। শেষ পরিণতি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সাধারণ ছাত্র জনতা তাদের ষড়যন্ত্র রুখে দেবে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  আকবর হোসেন,বোরহানউদ্দিন  উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  সরোয়ার আলম, দৌলতখান উপজেলা বিএনপির যুবদলের আহব্বাযক সুমন খান,জুয়েল তালুকদার  সহ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে চর খলিফা, চরপাতা ও মেদুয়া ইউনিয়নে পথসভায়য় অল্প বক্তব্য ও কোথাও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতা কর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে সকরে দোয়া ও সমর্থন কামনা করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী