ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২৭ ০৯:২৪:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশে জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৪) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা। তারা সদর উপজেলার পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার ছাত্রী ছিল। 

নাঈমার বাবা বিল্লাল মিয়া জানান, শুক্রবার দিন বিকেলে তারা মাদ্রাসায় যায়। শনিবার দিন সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নাই। খবর পেয়ে পরিবার নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাতে তারা দুষ্টামি করলে তাদের শাসানো হয় তার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে শিক্ষক জানান সিসি ক্যামের ফুটেজ আছে পরে দেখতে পাবেন আগে তাদের খুঁজে বের করুন। ঘটনার ৪দিন পর আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশে জমির পানিতে তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়েদের খবর দিলে আমরা গিয়ে তাদের সনাক্ত করি। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে খোজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী