ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
প্রধান শিক্ষকের পদত্যাগ সংক্রান্ত খবরের প্রতিবাদ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২৬ ০৮:১১:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়া গত ২৫ আগষ্ট একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ' অনিয়ম-দূর্নীতির অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষকের পদত্যাগ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। এতে প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয় জানিয়ে বলেন,জোর করে তাকে পদত্যাগ করানো হয়। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠাতা লগ্ন থেকে নিষ্ঠা ও সততার সাথে 

শিক্ষকতা করে আসছেন। গত ০৩/১০/২০১৯ ইং তারিখ থেকে তিনি প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার মুষ্টিময় ব্যক্তিবর্গ গত ২৪/০৮/২০২৪ ইং তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যালয় এর হল কক্ষে ডেকে নিয়ে জিম্মি করে জোরপূর্বক বিভিন্ন মিথ্যা অভিযোগ দেখিয়ে প্রধান শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করেন। প্রাণ সংশয় এড়াতে প্রধান শিক্ষকেরর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।  প্রতিবাদে প্রধান শিক্ষক উল্লেখ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও  বিদ্যালয়ের সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর তিনি এব্যাপারে অভিযোগ দায়ের করেন। তার থেকে জোরপূর্বক অবৈধভাবে গৃহীত পদত্যাগ পত্র বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী