পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং স্বাগত বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক হামিদুর রহমান।
শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট অ²য় কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা ও সাংগঠনিক সম্পাদক প্রবীর গুহ রিন্টু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায় বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে প্রার্থণা পরিচালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক রঞ্জিত কুমার রায়।
পরে বনার্ঢ্য এক শোভাযাত্রা শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভা সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু।