ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
  • ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২৬ ০৮:০৫:১২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় শোভাযাত্রা, প্রার্থনা ও শ্রী শ্রী কৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১ টায় একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে এসে শেষ হয়।

এর আগে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলার সভাপতি সুনীল চন্দ্র রায়,  ফুলবাড়ী  উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায়, বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র রায় সহ আরো অনেকে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী