ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পার্বত্য অঞ্চলে জনগনের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২৬ ০৮:০৩:২১

পার্বত্য অঞ্চলে শিক্ষা, জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষাকে গুরুত্ব দেয়া হবে বলে উল্লেখ করেছেন অন্তবর্তীাকলীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সোমবার (২৬ আগষ্ট) বেলা দেড়টায় বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের একথা বলেন তিনি ।

এসময় তিনি বলেন, জনগনের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। তবে সমতলে শিক্ষা ব্যবস্থার যে পরিমান উন্নতি হয়েছে সে অনুপাতে পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। এতে প্রতিযোগিতায় টিকতে পারছে না শিক্ষার্থীরা। জীবনমানের উন্নতি সাধন হলে নিজেদের সন্তানদের লেখাপড়ার মানও  উন্নত করতে পারবেন অভিভাবকরা। 

তিনি আরো বলেন, দেশে প্রাপ্ত অক্সিজেনের ৪৪ শতাংশ এই অঞ্চল থেকে পাওয়া যেত।বর্তমানে সেরুপ অক্সিজেন  পাওয়া যাচ্ছে না।ফলে এই বিষয় গুলোকে গুরুত্ব দেয়ার পাশাপাশি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ইসু নিয়ে সিদ্ধান্ত যদি দিতেই হয়,তবে বন্ধিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করা হবে। 

এসময় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, 
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, ডিজিএফআই কর্নেল আসাদুল্লাহ জামশেদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ারুল হক'সহ জেলার সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত