ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ‘কেমিষ্ট সম্মেলন’ অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২৪ ০৫:৫৭:৩৩

নীলফামারীতে কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির ‘কেমিষ্ট সম্মেলন’   শনিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মন্টু। 

বক্তব্য দেন সেবা ফার্মেসির সাজ্জাদুর রহমান রোমান, রওনক ফার্মেসির শফিউল আলম সফি, সৈকত ফার্মেসির সুমন ইসলাম, কিশোরগঞ্জের রেজাউল করিম স্বপন, জলঢাকার নুরুজ্জামান সিদ্দিক, ডিমলার রেজাউল করিম প্রামানিক প্রমুখ। 

নীলফামারীতে বিসিডিএস পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ তুলে ব্যবসায়ীরা বলেন, জিম্মি করে সংগঠনটি পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার চেয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করা হয়েছে এখানে। কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সম্মেলনে। 

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বলেন, সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার কেমিষ্টবৃন্দ অংশগ্রহণ করেন। 

সংগঠনের সংশ্লিষ্ঠদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত একটি কমিটি গঠন করা হবে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত