গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শনিবার সকালে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল ফজলু মিয়ার ছেলে মোঃ আপন হোসেন (৩৫)। মাদকাসক্ত ওই যুবক সফিপুর বাজারের ইয়ামিনের বাসায় সপরিবারে ভাড়ায় বসবাস করে বাসের হেলপারের কাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আপন হোসেন দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িয়ে পড়ায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় আপন হোসেন বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাউন্ডারির লোহার গেইট এ গলায় ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করেন।পরে শনিবার সকালে রাসেল মিয়া নামের এক শ্রমিক সকালে হাটতে বের হয়ে আপনকে ঝুলে থাকতে দেখে চিৎকার চেচামেচি করলে লোকজন ছুটে আসে।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে।