মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ধর্ষণ অভিযোগের ৮ দিন পর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এখনও আটক নেই কেউ।
ঘটনাটি গত ১১ সেপ্টেম্বরের হলেও গতকাল বিষয়টি জানাজানি হয়। এরপর গোপনে ১৯ সেপ্টেম্বর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগির পরিবারের দাবি, গত ৩ সেপ্টেম্বর ১৫ বছরের ঐ কিশোরীকে জ্বর ও শরীর ব্যাথা নিয়ে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১১ সেপ্টেম্বর রাতে এক যুবক মহিলা ওয়ার্ডে থাকা ঐ কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেয়া হয়নি। ওয়ার্ডটি সিসি ক্যামেরার আওতায়। তবে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।