ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সাবেক মন্ত্রী ক্যাপ্টেন তাজ ৯ দিনের রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২১ ১০:১২:০৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিলো। এর আগে তাকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে ঢাকায় ডিবি পুলিশের হাতে আটক হন তিনি। 

নয়ন হত্যা ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৯শে নভেম্বর। এ ঘটনায় ওই বছরের ২০ নভেম্বর বাঞ্ছারামপুর থানার সাব ইন্সপেক্টর আফজল হোসেন খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে চর শিবপুর গ্রামের রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা এক দেড়শো লোককে আসামী করা হয়। মামলার এজাহারে বেআইনী জনতাবদ্ধে কর্তব্যরত 

পুলিশের সরকারী কর্তব্য কাজে বাধা,হত্যার উদ্দেশ্যে মারধোর করে সাধারণ-গুরুতর জখম এবং সরকারী সম্পদ বিনষ্ট করার জন্যে আক্রমন করে হত্যা অপরাধের অভিযোগ আনা হয়। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত