কুমিল্লার চৌদ্দগ্রামের ‘মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের’ নাম পরিবর্তন, পরিচালনা কমিটি বিলুপ্ত ও সব আয়-ব্যয়ের হিসাব উত্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে কলেজ অধ্যক্ষ শাহ মো. আরিফুল ইসলাম লতিফীর সঙ্গে সাক্ষাৎ করে এলাকাবাসী এ দাবি জানায়।
জানা গেছে, ১৯৯৪ সালে মুন্সিরহাট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’ প্রতিষ্ঠিত হয়। এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ও গত বাছাই কমিটিতে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত ওয়াহিদুর রহমান ১৫ বছর ক্ষমতার দাপট দেখিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’কে মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ হিসেবে কাগজপত্র তৈরি করেন।
কলেজের প্রতিষ্ঠাতা হিসেবেও তাঁর নাম উল্লেখ করেন। অভিযোগ উঠেছে, ওয়াহিদুর রহমান বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। গত ৫ আগস্ট সরকারের পটপরির্তনের পর ওয়াহিদুর রহমানকে এলাকায় দেখা যাচ্ছে না। এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় এলাকাবাসী কলেজের নাম পরিবর্তন করে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’, পরিচালনা কমিটি বিলুপ্ত ও সব আয়-ব্যয়ের হিসাব উত্থাপনের দাবি জানিয়েছে।