ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মানববন্ধন
  • হাজী জাহিদ:
  • ২০২৪-০৮-২১ ০৬:৫৮:২১

বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বুধবার নজরপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। 

সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নরসিংদী সদর উপজেলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন স্বপন। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

অবিলম্বে ইউপি চেয়ারম্যান শাহ আলমের অপসারণ দাবি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, ওমর ফার, মোঃ অলিউল্লাহ, মোহাম্মদ ইসমাইল, আরমান পাঠান, মোঃ সাদেক বক্সী, নাসির উদ্দিন প্রমুখ। নজরপুর ইউপি  চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম স্বপনের পদত্যাগের দাবিতে পরিষদের সামনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। 

এ সময় উপস্থিত জনতা বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান স্বপন  সাধারণ মানুষকে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন। উপস্থিত জনতা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। 

চেয়ারম্যান স্বপন স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত ছাত্র-জনতা। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবিদ উদ্দিন জানান ৫ ই আগস্টের পর থেকে চেয়ারম্যান পরিষদে আসেন না, সাধারণ জনগণকে সেবা দিতে সমস্যা হচ্ছে।

 বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান আমি নিয়মিত অফিস করছি তবে পরিষদে নিরাপদ নয় এজন্য অস্থায়ীভাবে চেঙ্গা তুলি অফিস করছি অফিসিয়াল কাজ কাম চালাচ্ছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী