পৌর এলাকার নানা সমস্যা নিয়ে অভিযোগ থাকলেও ব্যক্তিগত ভাবে নায়ার কবিরের বিরুদ্ধে কারো কোন অভিযোগ ছিলোনা। পৌর দায়িত্বের বাইরে নিবৃত্তেই ছিলেন তিনি। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের সকল মেয়রদের অপসারণ করা হলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরকে অশ্রুশিক্ত বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা।
২০১৬ সালের এপ্রিলে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র নির্বাচিত হন। দ্বিতীয় দফায় ২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারী তিনি আবার মেয়র নির্বাচিত হন। ওই বছর সহিংস ঘটনায় পুড়িয়ে দেয়া পৌরভবনের সামনের রাস্তায় বসে তিনি মেয়রের দায়িত্বভার গ্রহন করেন। মেয়াদ শেষের প্রায় দেড় বছর আগে সরকারী সিদ্ধান্তে দায়িত্ব ছাড়েন। গতকাল তার বিদায় গ্রহনের সময় সকল কাউন্সিলর,কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তিনি দায়িত্ব পালনকালীন সকলের সহযোগিতার জন্যে ধণ্যবাদ জানান এবং তার জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন।