ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন অধ্যক্ষ ফরিদা পারভীন
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৮-২১ ০৬:৫০:১৮

শিক্ষার্থীদের বিক্ষোভ ও তোপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন,দিনাজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীন।  মঙ্গলবার ( ২০ আগস্ট)  বিকেলে তিনি পদত্যাগ করেন।

এর আগে দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান ফটকের তালা ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীনকে শিক্ষক কনফারেন্স রুমে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করতে থাকে। তার পদত্যাগের দাবি তুলে বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ সেনাবাহিনীকে জানায়। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কিন্তু, শিক্ষার্থীরা কোনভাবেই ক্ষান্ত না হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ যৌক্তিকভাবে তুলে ধরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে বিকেল সাড়ে ৫ টায় অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীন পদত্যাগপত্রে স্বাক্ষর করে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।

 অধ্যক্ষের পদত্যাগের পর শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করে কলেজ চত্বরে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত