আইটি জগতের নানা সরঞ্জমাদী নিয়ে নীলফামারী শহরের বড়বাজারে ‘আল আরহাম কম্পিউটার এন্ড নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দুরন্ত টেলিভিশনের আইটি বিভাগের প্রধান মুফিদ ইসলাম।
এ সময় জেলা শহরের শাখামাছা বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসরাফিল, পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল হক এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলাউদ্দিন ওয়ার্ছী উপস্থিত ছিলেন।
‘আল আরহাম কম্পিউটার এন্ড নেটওয়ার্ক’ এর স্বত্বাধিকারী আলাউদ্দিন ওয়ার্ছী জানান, আইটি বিভাগের উন্নত এবং মানসম্মত সরঞ্জমাদী পাওয়া যাবে এখানে। তুলনামুলক দামও কম রাখবে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, আপনার বিশ্বস্ত হতে পারে ‘আল আরহাম কম্পিউটার এন্ড নেটওয়ার্ক।
উদ্বোধনী দিনে ক্লোজ সার্কিট ক্যামেরা কিনে নাম লিখান লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা এলাকার রুবেল হোসেন।