ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বিজিবি'র সহায়তায় হাকিমপুর থানা-পুলিশের কার্যক্রম চলমান
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৯ ০৯:০৬:৫২

দেশে চলমান পরিস্থিতিতে  ভারত সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক রাখতে বিজিবির সহায়তায় দিনাজপুরের  হাকিমপুর থানা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। সোমবার ( ১৯ আগস্ট) সকাল ১১ টায় হাকিমপুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, রিজিয়ন কমান্ডার,বর্ডার গার্ড বাংলাদেশ,উত্তর পশ্চিম রিজিয়ন,রিজিয়ন সদর দপ্তর, রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। 

হাকিমপুর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি জানান,দেশের চলমান পরিস্থিতি সার্বিক আইন শৃংঙ্খলা রক্ষার জন্য সকল আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় যে সকল থানাগুলো রয়েছে সেই থানাগুলো পুরোপুরি সঠিক ভাবে কাজ করতে পারে সেজন্য সার্বিক ভাবে বিজিবি সহায়তা দিয়ে আসছে। তারই একটি অংশ জয়পুরহাট আওয়াতাধীন দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশকে সহায়তা করে আসছে বিজিবি। 

তিনি আরও বলেন,যতদিন চলমান পরিস্থিতি পুরোপুরি উন্নতি না হবে ততদিন থানা পুলিশকে বিজিবি’র সহায়তা অব্যাহত থাকবে। এছাড়াও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। যাতে কোন দূস্কুতিরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে। বিজিবি ও পুলিশকে সহায়তায় প্রদানে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় সেখানে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল আরিফুল রহমান,জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ, রংপুর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফারুক খান,হাকিমপুর থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেনসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, বিজিবি সদস্যরা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত