ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৯ ০৮:০১:৪০

দিনাজপুর কাহারোলের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল জোড় পূর্বক পুকুর সহ ৩৬ বিঘা জমি দখল নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

আজ সোমবার দুপুরে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের দোহচি গ্রামের ভূমিহীন কয়েকশো নারী পুরুষ বৃদ্ধ বনিতা বড় পোকড়া মজাপুকুর পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

ভুক্তভোগীরা জানান গত ২০১২ সালের শেষের  দিকে  তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পর মনোরঞ্জন শীল গোপাল নিজস্ব লাঠিয়াল বাহিনী দ্বারা  বড় পোকড়া মজাপুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির নামে বরাদ্দকৃত পুকুরসহ ৩৬ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয়।

 সেই  সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের নিকট থেকে উদ্ধার করে বর্তমান সরকার সকল কানুন অনুসরণ করে ভূমিহীন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

যতদিন দখলদার সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল সহ তার দুসররা বিশাল পুকুরসহ ৩৬ বিঘা জমি দখলে রেখেছিলেও ততদিন ভূমিহীন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা সহ পুলিশি হয়রানি ও নির্যাতন করেছে। প্রতিবাদ করলেই শিশুসহ নারীদের কেউ নির্যাতন করা হয়েছে।

দোহচি গ্রামের যুবক হাসান আলী বলেন, ভূমিদস্যু দখলদার সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল ও তার দুসর হাঁস কামাল এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। প্রতিবাদ করায় আমি নিজেই এখন পর্যন্ত মিথ্যা মামলায় তিনবার জেলখানায় গিয়েছিলাম। তারপরও প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে ততদিন পর্যন্ত প্রতিবাদ করব যতদিন গোপাল ও তার ধূসরদের বিচার হবে না। সাবেক এমপি গোপালের অত্যাচারে অনেকেই ঘরবাড়ি ভিটাবাড়ি ছাড়া হয়ে অন্যত্র চলে গিয়েছে। তার এই দখল করা পুকুর পাড়ে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেখানে এসে আনন্দ ফুর্তি করত এবং কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসত নির্মম নির্যাতন। এই দখলদার ভূমিদস্যু মনোরঞ্জনশীল গোপালের বিচার দাবি করে করেন। 

হাসিনা সরকার ৫ আগস্ট পতনের ভূমিহীন কৃষকেরা পুনরায় নিজেদের আয়ত্তে রেখেছে বলেও জানান তারা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী