ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৪-০৮-১৮ ১৩:১০:৫০
পার্বতীপুরে খুনী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, হেলমেট বাহিনীর গডফাদার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপজেলা সাধারন সম্পাদক আমজাদ হোসেনের বিচারের দাবিতে পৌর সভার সর্বস্তরের লোকজন পৌর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ রোববার সকাল ১১টায় নারী, পুরুষ ও শিশু নির্বিশেষে ভূক্তভোগী লোকজন ব্যানার, ফেস্টুন নিয়ে এতে অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার আনোয়ারুল ইসলাম, পৌর নাগরিক আতিকুর রহমান স্বপন, সংগ্রাম প্রমুখ। বক্তারা বলেন, আমজাদ হোসেন গত ১৫ বছর যাবত পার্বতীপুর পৌর এলাকাসহ উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম গঞ্জে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন। খুন, সন্ত্রাস, চাঁদাবাজী, জমি দখল ও মাদক ব্যবসা চলতো তারই প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে। এসব থেকে তিনি প্রতি মাসে লাখ লাখ টাকা মাসোহারা নিয়ে অঢেল অর্থ কামিয়েছেন। অসহায় লোকদের জোর পূর্বক তুলে নিয়ে এসে তারই পরিচালনাধীন ইয়ং স্টার ক্লাবের টর্চার সেলে নির্যাতন ও অর্থ আদায়ের ঘটনায় মানুষ ছিল ভীত ও সন্ত্রস্ত। বক্তাগন দাবী করেন আমজাদ হোসেনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলা বিচারাধীন রয়েছে। তারা ওইসব মামলা দ্রæত বিচার আদালতে স্থানান্তরসহ তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী