ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারী টিটিসি’র অধ্যক্ষের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-০৮-১৮ ১৩:০৮:২১
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে রবিবার দুপুরে। টিটিসি প্রাঙ্গণে এলাকাবাসী-প্রশিক্ষনার্থী ও কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে এই কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসুচি চলাকালে বক্তব্য দেন প্রশিক্ষনার্থী আবু তাহের, মোহাম্মদ ইমরান ও তাসমিন আক্তার। বক্তারা বলেন, ২০১৯সালে এই কেন্দ্রে ট্রেডের সংখ্যা ছিলো ৬টি আর এখন ট্রেডের সংখ্যা দাড়িয়েছে ২৪টিতে। গেল বছর দেশসেরা মডেল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় নীলফামারী। প্রতিষ্ঠানের এই সফলতা একমাত্র অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের। প্রসঙ্গত ২০১৯সালের ২৮ফেব্রুয়ারী নীলফামারী টিটিসিতে যোগদান করেন জিয়াউর রহমান। গত ২৪আগষ্ট খুলনা টিটিসিতে বদলী করা হয় তাকে। এই বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে কর্মসুচি পালন করেন শিক্ষার্থীরা। জানতে চাইলে টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের ভালোবাসায় মুগ্ধ। চাকুরীকালে এটি আমার বড় একটি অর্জন। সরকার যেখানে আমাকে দায়িত্ব দেবে আমি সেখানে দায়িত্ব পালন করবো।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত