ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আনছার আলী আটক
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৭ ০৯:২৬:০১

দিনাজপুরের বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীকে আটক করে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। 

শুক্রবার   রাত সাড়ে ৮ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী (৫৫) তার নিজ বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ (৫ আগস্ট)  ঘটনায় বোচাগঞ্জ থানায় সাধারণ ডায়রি করতে এলে বৈষম্যবিরোধী ছাত্র জনতা খবর পেয়ে থানা ঘেরাও করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীকে। 

তার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে সেনা বাহিনীর উপস্থিতিতে ছাত্র জনতা শান্ত হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার তোপের মুখে আইন-শৃংখলা বাহিনী ও স্ত্রী-সন্তানের উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী হ্যান্ড মাইকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগের মৌখিক ঘোষনা দেন। এরপর  আইন-শৃংখলা বাহিনী আফসার আলীকে হেফাজতে নেয়। দিবাগত রাত ২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক বাদি হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে আটক দেখিয়ে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করেন বোচাগঞ্জ থানা পুলিশ। 

গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার প্রেক্ষিতে  ২৪ জনের নাম উল্লেখ ও ৭০ জন অজ্ঞাতনামা আসামী করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত