সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম দিয়ে ও আরো ৭০ জন অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের দায়ের করা ওই মামলায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২ টায় বোচাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক।
গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার প্রেক্ষিতে ২৪ জনের নাম উল্লেখ ও ৭০ জন অজ্ঞাতনামা আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলী (৬১), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার (৪৫), তার পিএ মো. আব্দুল বাশার (৩৭), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুস সবুর (৬০), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইশান ইসলাম (৩৩), কলেজ পাড়ার মো. শাহ জাহান (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা মো. বাপ্পী সরকার (৩২), শহিদপাড়ার মো. সিমন ইসলাম (৩০), ছাত্রলীগ নেতা মো. নাসিরুল ইসলাম নয়ন, শহিদপাড়ার মো. নিলয় ইসলাম (২২), মো. মেহেদী হোসেন (২২), হাজিপাড়ার মো. রিয়াদ হোসেন (২২), আটগাঁও পশ্চিমপাড়ার মো. নাঈম ইসলাম (২৪), সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহ নেওয়াজ সৌরভ (২৮), শহিদপাড়ার মো. আশরাফুল ইসলাম আকাশ, আওয়ামী লীগ নেতা মো. ছুটি (৬০), সেতাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মো. শাওন ইসলাম (২৮), ছাত্রলীগ নেতা মো. হৃত্তিক হোসেন (২৪), মো. সমুদ্র ইসলাম (২৮), বড়মাঠ পাড়ার মো. সোহেল রানা (৪০), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী তুহিন (৩৯), রেলকলোনী পাড়ার মো. আরাফাত হোসেন জনি (২৮) ও বোচাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম লিটন (৩৮)।
এর আগে শুক্রবার ( ১৬ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী (৫৫) তার নিজ বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ (৫ আগস্ট) ঘটনায় বোচাগঞ্জ থানায় সাধারণ ডায়রি করতে এলে বৈষম্যবিরোধী ছাত্র জনতা খবর পেয়ে থানা ঘেরাও করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীকে। তার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে সেনা বাহিনীর উপস্থিতিতে ছাত্র জনতা শান্ত হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার তোপের মুখে আইন-শৃংখলা বাহিনী ও স্ত্রী-সন্তানের উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী হ্যান্ড মাইকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগের মৌখিক ঘোষনা দেন। এরপর আইন-শৃংখলা বাহিনী আফসার আলীকে হেফাজতে নেয়। দিবাগত রাত ২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক বাদি হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে আটক দেখিয়ে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করেন বোচাগঞ্জ থানা পুলিশ।
গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার প্রেক্ষিতে ২৪ জনের নাম উল্লেখ ও ৭০ জন অজ্ঞাতনামা আসামী করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক।