ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইএসডিও'র মৃত্যু বীমার চেক হস্তান্তর
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৪-০৮-১৭ ০৭:১২:০২

ইএসডিও'র উন্নয়ন কর্মী মৃত মো: তরিকুল ইসলাম এর মেয়ে সিনথিয়া আক্তারের কাছে মৃত্যু  বীমার চেক হস্তান্তর করা হয়েছে । শনিবার  সকালে ইএসডিও'র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়। 

চেক হস্তান্তর করেন  ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং ইএসডিও'র পরিচালক প্রশাসন এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও'র হেড অব এইচআর মো:  আবুল মনসুর সরকার, হেড অব ফাইন্যান্স মো. সৈয়দ আলী,নিহতের  মেয়ে সিনথিয়া  আক্তার, সিনথিয়ার নানা আবুল কালাম ও মামা তুহিন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে ইএসডিও'র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ফিল্ড অফিসার মো: তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এরপরে তার মৃত্যু বীমার টাকা, তার পিতা আমিরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহার এর কাছে হস্তান্তর করা হয়। সেই সময় তার মেয়ের বয়স এক বছর হওয়ায় ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর নির্দেশে সেই টাকার একটি অংশ এফডিআর  করে রাখে ইএসডিও। মৃত মো: তরিকুল ইসলামের মেয়ে বড় হওয়ায় ১৫ বছর পর সেই এফডিআরের টাকা তার মেয়ে সিনথিয়া আক্তারের কাছে হস্তান্তর করা হয় আজ। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী