দিনাজপুরের খানসামা উপজেলায়অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।
উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের খাসপাড়া সংলগ্ন বালু ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ডাম্প ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
শুক্রবার (১৬ আগস্ট ) সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ
বালু ঘাটের সামনে খানসামা-জয়গঞ্জ পাকা রাস্তা বন্ধ করে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। ব্যানার-ফেস্টুন-প্লেকার্ড নিয়ে তারা অবৈধ বালু উত্তোলন এবং ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করে।
পরে পুলিশ,সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারিদের কথা শোনেন।
এ সময় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল আত্রাই নদীর এলাকাসহ এর আশপাশে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে নদীর পার্শ্বে সরকারি জমিতে খাসপাড়া নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাম্প ট্রাক দিয়ে বালু পরিবহন করায় এলাকার ছোট বড় রাস্তা ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে সেই সাথে রাস্তায় এলোমেলোভাবে ডাম্প ট্রাক থাকায় জনসাধারণের চলাচলে ভীষণ অসুবিধাসহ যে কোন মুহূতে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আমরা অত্র এলাকার জনসাধারণ বালুর ঘাটে গিয়ে বালু উঠাইতে বাধা নিষেধ করিলে তাহারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। অবিলম্বে ৪৮ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষকে বালু উত্তোলন ও ডাম্প ট্রাক বন্ধের দাবী জানানবক্তারা। আর যদি কর্তৃপক্ষ বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
পরে তারা বালুঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেন, বালুঘাট বন্ধ কর, বন্ধ কর। ডাম্প ট্রাক চলবে না, চলবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, এলাকার মানুষ যেটা চাচ্ছে না সেটা বন্ধ হবে। এলাকার মানুষের সমস্যা হয় এমন কোন কাজ চলতে দেওয়া হবে না। অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।