ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
  • ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৫ ০৯:৪৪:১৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ উপলক্ষে ১৫ আগস্ট বিকেলে ব্র্যাক মোড় হতে একটি মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তিন কোনা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশ ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। 

বক্তারা তাদের বক্তব্যে ফ্যাসিস্ট কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাজিনে সংগঠনের নেতা কর্মীদের গুম, খুন, হামলা-মামলা নির্যাতনের মূল হোতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দাবী করেন। সেইসঙ্গে ফুলবাড়ী উপজেলায় কোন প্রকার ঘটনা চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন,তাজুল ইসলাম, আজিজুল হক, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী