ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আ.লীগের দুর্নীতিবাজ নেতাদের আইনের আওতায় আনা সময়ের দাবী: জাবেদ রেজা
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৪ ০৯:৪৮:৪৬

বান্দরবানে দুর্নীতিবাজ আওয়ামীলীগ নেতাদের আইনের আওয়তায় আনা সময়ের দাবি বলে উল্লেখ করেছেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। বুধবার (১৪ আগষ্ট) বিকালে বান্দরবান বাস-স্টেশন এলাকার হোটেল গ্র্যান্ড ভ্যালিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ।

তিনি বলেন, বান্দরবান জেলায় বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ শাসন আমলে পার্বত্য জেলা পরিষদ,উন্নয়ন বোর্ড,এলজিইডি,জনস্বাস্থ্য প্রকৌশল,গনপূর্ত বিভাগসহ যে সকল সরকারি উন্নয়ন মূলক কার্যালয় রয়েছে এগুলোর মাধ্যমে এলাকায় উন্নয়নের জন্য অন্তত কয়েক হাজার কোটি টাকার টেন্ডার হয়েছে। নিয়ম অনুযায়ী এসব উন্নয়ন কাজ শতভাগ নিশ্চিত না করে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনভেনার মোজাম্মেল হক বাহাদুর ও তার ভাই রুবেল বাহাদুর,,সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সদস্য রাজু বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম'সহ অসংখ্য নেতা কর্মীরা শত কোটি টাকার মালিক হয়েছে। দূর্নীতির মাধ্যমে জনগনের টাকা আত্মসাৎকারী এসব লুটেরাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এছাড়া অন্যান্য জেলায় দূর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হলেও বান্দরবানে এত দূর্নীতিবাজ নেতা থাকার পরও কাউকে গ্রেপ্তার না করায় খোভ প্রকাশ করেন তিনি।

এসব বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে অধিকাংশদের মোবাইল বন্ধ পাওয়ায়। তবে রুবেল বাহাদুর তার বিরুদ্ধে বলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী