ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৮-১৪ ০৮:৩৭:৩৯

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় জাবেদ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের দন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। 

বুধবার দুপুওে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মোঃ গোলাম সারওয়ার এই দন্ডাদেশ প্রদান করেন। 
দন্ডিত জাবেদ আলী দিনাজপুর জেলা সদরের ঘাশিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া এলাকায় বসবাস করেন। 

মামলা সুত্র জানায়, ২০১৯ সালের ১সেপ্টেম্বর নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার মজিবুল ইসলামের ১২বছর বয়সী মেয়েকে বাইসাইকেল কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যান জাবেদ। 

রাতে মেয়েটিতে তার দক্ষিণ সুটিপাড়া এলাকার ভাড়া বাড়িতে এনে জোড়পুর্বক ধর্ষণ করেন। 

বিষয়টি জানাজানি হলে নীলফামারী থানায় মামলা করেন মেয়েটির বাবা মজিবুল ইসলাম। মামলার তদন্ত শেষে নীলফামারী থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জাবেদ আলীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। 

আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে ১৪আগষ্ট আসামী জাবেদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের দন্ড প্রদান করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পী জানান, মামলায় ১২জনের স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত এই দন্ড প্রদান করেন। আসামীর উপস্থিতিতে দন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক মোঃ গোলাম সারওয়ার। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী