ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে যুবদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৩ ০৯:৩২:৩৫

সদ্য গঠিত অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম, সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

১৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌরছাত্রদলের আয়োজনে অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম, সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে মেডিক্যাল মোড়, জিয়াচত্বর হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহম্মেদ পলাশ, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব এস এম সাকিব হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক সোয়াদ আলী, যুগ্ন আহবায়ক সাহাদত হোসেন রাজিব, পৌরসভা ছাত্রদলের সদস্য ফয়সাল আহমেদ শান্ত,  মনিরুল ইসলাম সহ দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের আহবান জানিয়ে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম, সাখাওয়াত হোসেনের দেয়া বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অতিদ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগের দাবী জানান দুর্গাপুর উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী