ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-১৯ ০১:১৮:৪৮

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন। রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হেফাজত নেতা আনম আহমাদ উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।

দেশের শীর্ষ এই কওমি আলেমের (ধর্মীয় পণ্ডিত) মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন।

এর আগে, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
জানাজা ও দাফন

হেফাজত আমির আল্লামা শফীর মৃতদেহ হাসপাতাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় গোসল-কাফনের জন্য নেওয়া হয়েছে। রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় তার মৃতদেহ নেওয়া হবে।

আল্লামা শফীর জানাজা শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তার ছেলে আনাস মাদানী।

এর আগে, শনিবার ফজর নামাজের পর থেকে জোহর নামাজ পর্যন্ত ওই মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে তার মৃতদেহ রাখা হবে। এ সময় আগতরা তাকে শেষ দেখা দেখতে পাবেন।

জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা