ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১৩ ০৮:০২:৪৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কয়েক দিন ধরে পৌর সদর সহ দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছেন তাঁরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পৌর সদর সহ দুর্গাপুর উপজেলার উপজেলার নওপাড়া, কিশমত গনকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা, জয়নগর ও মাড়িয়া ইউনিয়নের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের আশঙ্কায় দিনে ও রাত জেগে পাহারা দেওয়ার জন্য প্রতিটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম, উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি জিয়াউল হক রতন, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল, বজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, উপজেলা যুবদলের আহবায়ক চয়েন উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমন আহম্মেদ সুমন, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মজনুর রহমান, উপজেলা যুবদল নেতা রেজাউল করিম, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি রিমন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল সাইফ জীবন, সদস্য সচিব এস এম সকিব হাসান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সিনিয়র নেতৃবৃন্দ।

বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দিনে ও রাতে পাহারা দিচ্ছেন। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা দিকনির্দেশনা দিচ্ছেন। এ ধরনের পাহারার ব্যবস্থা করায় সংখ্যালঘু পরিবারগুলো আনন্দ ও উৎসাহ প্রকাশ করে। তবে আতঙ্কের কথাও জানায় অনেকে। দুর্গাপুর পৌরসভা সদর সহ সকল ওয়ার্ডের মন্দির, গীর্জা ও সংখ্যালঘু পাড়ার বাড়ী বাড়ী গিয়ে প্রায় প্রতিদিন সাক্ষাত করে তাদের পাশে বিএনপি সব সময় আছে ও থাকবে বলে জানান জেলা বিএনপির সদস্য দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু। উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, দুর্গাপুর উপজেলার কোনো মানুষ যাতে নির্যাতিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগ করতে না পারে, সেদিক লক্ষ রেখে সবাইকে থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী