ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ময়মনসিংহের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ
  • এ,কে,এম আসাদুজ্জামান পাইলট:
  • ২০২৪-০৮-১৩ ০৪:৪৫:৪১

সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহেও প্রায় এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গতকাল সোমবার সকাল থেকে শহরের সকল মোড়ে তারা দায়িত্ব পালন করছেন। পুলিশের সদস্যরা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্তব্যরত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান। 

পুলিশের সাথে তাদেরকে সহায়তা রেডক্রিসেন্ট ও স্কাউটের পোশাকে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ মাঠে নামায় তাদের স্বাগত জানিয়েছেন সকলে। 

আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটপাট হয়। অনেক হতাহতের মধ্যে আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটে থেকেও চলে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে সড়কে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে শিক্ষার্থীরা। তারাই গত কয়েকদিন দায়িত্ব সামলাচ্ছিলেন। 

এক সপ্তাহ পর আজ মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের সূত্রে জানা যায়, ট্রাফিকের বেশকিছু সদস্য আজকে যোগদান করেছে,কাল থেকে পুরো টিম মাঠে কাজ করবে। এক শিক্ষার্থী বলেন, আমরা ৫/৬ দিন সড়কে কাজ করছি। আমরা প্রশক্ষিত না হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছিলো। ট্রাফিক পুলিশ নামায় আমরা খুশি। যাদের কাজ তাদেরকেই মানায়। আরো দুই একদিন আমরা তাদের সাথে থাকেবা। সকলে ট্রাফিক আইন মেনে চলবে সেই প্রত্যাশা করি। ময়মনসিংহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনায় সোমবার থেকে গুরুত্বপূর্ণ সকল মােড়ে ট্রাফিক পুলিশ রয়েছে।শিক্ষার্থীদের সাথে একযোগে কাজ করছি। প্রথম দিনে তারা আমাদের উৎসাহ যুগিয়েছে। কোন প্রকার ঝামেলা ছাড়াই সকলে কাজ করছে। সাধারণ মানুষও আমাদের স্বাগত জানিয়েছে। 

এনামুল হক নামে এক পথচারী বলেন, পুলিশ উঠে যাওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিলো। শিক্ষার্থীরা হাল ধরলেও সেটা পর্যাপ্ত ছিলো না। সড়কে ট্রাফিক পুলিশ নামায় শৃঙ্খলা ফিরবে। তাদের আমরা স্বাগত জানাচ্ছি

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত