নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার খোঁজ খবর নিলো শিক্ষার্থীরা
- নুর আলম, নীলফামারী:
-
২০২৪-০৮-১২ ০৮:৪৭:০৯
- Print
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলে চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।
পরে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ আবু আল হাজ্জাজের সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সমন্বয়ক আখতারুজ্জামান খান ছাড়াও শিক্ষার্থী ফারদিন তৌসিফ, নুসরাত ফারিয়া, রাকিব আহমেদ, নাঈম ইসলাম, সাজিদ ইসলাম, মারুফ হোসেন ও মোহাম্মদ লিমন উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সমন্বয়ক আখতারুজ্জামান খান জানান, আমরা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে খোঁজ খবর নিয়েছি। মানুষ যাতে ভালো সেবা পায় এজন্য কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছি।