ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইজিবাইক ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-০৮-১১ ০৯:১১:৪৪

দিনাজপুরে এক ইজি বাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। 

শনিবার (১০ আগস্ট) রাতে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এই ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,নিহতরা হলেন- শুভ মেরাজ (২০) ও তারেক (১৭)। শুভ মেরাজ দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার তারেক ও উপশহর ৪নং ব্লকের বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার ( ১০ আগষ্ট) রাত ১২টার দিকে নিহত দুই ছিনতাইকারী একটি ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের পিছনে যায়। এসময় ইজিবাইক চালকের শরীরে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইজিবাইক চালকের চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করে গণধোলাই দেয়। পরে রাত ৩টায় গুরুতর অবস্থায় তিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই ছিনতাইকারীকে মৃত বলে ঘোষণা করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী