ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মামলা প্রত্যাহারের দাবীতে আলেমদের সাংবাদিক সম্মেলন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১১ ০৯:০৯:০০

সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা। রবিবার দুপুরে নির্যাতিত উলামায়ে কেরামের ব্যানারে এক সাংবাদিক সম্মেলনে এই দাবী জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতী উবায়দুল্লাহ মাদানী।

 তাদের বক্তব্যে ২০০৯,২০১২,২০১৩,২০২১ ও ২০২৪ এর গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত প্রত্যেককে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। এছাড়া ২০২১ সালে নিহতদের পরিবারকে ক্ষতিপূরন দেয়ার এবং সে সময়ে তাদের মৃত্যু এবং দমনপীড়ণ ও গণগ্রেফতারের জন্যে যেসব প্রশাসনিক কর্মকর্তা দায়ী তাদের বিচার দাবী করা হয়। সাংবাদিক সম্মেলনে ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ৫৬টি,আশুগঞ্জ থানার ৪টি,সরাইল থানার ২টি এবং আখাউড়া থানার ১টি মামলাসহ ৬৩০ টি মামলা এবং ২০১৬ সালের মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

 তাছাড়া ২০২১সালে যেসব আলেমকে তাদের প্রতিষ্ঠান থেকে চাকুরীচুৎত করা হয়েছে তাদেরকে স্বপদে বহাল করার দাবী জানানো হয়। এক প্রশ্নের জবাবে জানানো হয়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় ৬৪ জন আলেমের বিরুদ্ধে মামলা দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল কাইয়ুম ফারুকী,মুফতী আবদুল হক,মাওলানা মঈনুল ইসলাম,ক্বারী মোজাম্মেল হক,মাওলানা আমানুল্লাহ,মাওলানা নিয়াজুল করিম, মুফতী ইসহাক আল হোসাইনি,মাওলানা দেলোয়ার হোসেন বেলালী,মুফতী জাকারিয়া প্রমুখ। 
 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী