ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১০ ১০:০১:১৩

শহীদদের স্মরনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-নাগরিক সমাজের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।   শনিবার দুপুরে  শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডঃ তৌফিকুল ইসলাম মিথিল, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু, সাংবাদিক আল-আমিন শাহীন, যমুান টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, শহীদ মুগদ্ধের বোন নাসরিন আক্তার প্রমুখ। এতে নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিদুর রহমান ওমরের বাবা মোঃ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশরের শহীদ মুগ্ধের বাবা ও নবীনগরের সুজয় এর পরিবারের সদস্য ছাড়াও জেলার প্রায় অর্ধশত সমন্বয়ক ও নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তারা বলেন, গণদাবী উপেক্ষা করে কোন স্বৈরাচারী শক্তিই আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি। জনগণের দাবী প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৪জন কৃতিসন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারনে আমরা স্বৈরাচার পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। এসময় বক্ত্যরা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। 

প্রতিটি শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা: মাহফুজ
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির  ব্ল্যাক আউট কর্মসূচি
নীলফামারীতে ভূমি মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়