ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে নীলফামারীর থানাগুলো
  • নুর আলম, নীলফামারী
  • ২০২৪-০৮-১০ ০৯:৫৯:১৭

নীলফামারীর থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে আইনি সেবা দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। 

এরই মধ্যে আইনি পরামর্শ, পুলিশিং সেবা প্রদানের পাশাপাশি সাধারণ ডায়েরী, অভিযোগ এবং এজাহার গ্রহণ শুরু হয়েছে জেলার ছয় থানায়। 
গতকাল রাত থেকে নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানার পুলিশিং সেবা শুরু হয়। 

নীলফামারী থানায় পুলিশ সুপার মোকবুল হোসেন আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মোকবুল হোসেন জানান, গতকাল রাত থেকে জেলার ছয় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এরফলে আইনি সেবা প্রদান শুরু হয়েছে। দ্রæতই সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত