ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১০ ০৫:৪৩:৫৩

দেশের বিভিন্ন স্থানে বাড়ি ঘর ও মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে শহরের শিবমন্দির থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি ডালপট্টি থেকে ঘুরে চৌরঙ্গি মোড়ে ফিরে মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই কর্মসুচি পালিত হয়। 

নীলফামারীর সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় মিরু জানান, আমরা এই দেশেরই নাগরিক। আমাদের উপর হামলা হবে কেন? বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ হবে কেন? মন্দিরে হামলা কেন? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা একে অপরের পরিপুরক। 

বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা সভাপতি জুয়েল রায় জানান, শেখ হাসিনার সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছে সনাতন ধর্মাবলম্ভীরা। অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। 
আমরা এই আতঙ্ক থেকে মুক্তি চাই এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
 
বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল রায়ের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্ষা রায়, আলিফ সিদ্দিকী প্রান্ত, মাহমুদ হাসান ও অরন্দিম রায় নির্লয় বক্তব্য দেন। এতে বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী