নীলফামারিতে নাগরিক অধিকার, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নীলফামারী জেলা স্কাউটস ভবন মিলনায়তনে এই সেশনের আয়োজন করে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ।
বে-সরকারী সংস্থা আর্টিকেল-১৯ এর আর্থিক-কারিগরি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বর্তমান বাংলাদেশের যুব সমাজের প্রকৃত চিত্র, নাগরিক অধিকার বাস্তবায়ন ও মৌলিক স্বাধীনতা রক্ষায় সরকারের জবাবদিহিতামূলক ইন্টারজেনারেশন ডায়লগ সেশনে অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মোঃ নাজমুস সাকিব, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষক মোঃ সাইফুর রহমান, ইয়েস বাংলাদেশ এর ভলান্টিয়ার মোঃ জাহিদ হাসান।
সেশনে ইয়েস বাংলাদেশ এর ভলান্টিয়ার মোঃ নাইমুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইয়েস বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ তাওহীদ-উল-ইসলাম সরকার।
সেশনে ইয়েস বাংলাদেশসহ অন্যান্য যুব সংগঠনের ২৫ জন যুব নারী-পুরুষ সদস্য ও ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।
ইন্টারজেনারেশন ডায়লগ সেশনে নাগরিক অধিকার, সামজিক সমস্যাসহ জলবায়ু পরিবর্তন, গুজব, মাদক প্রতিরোধ, সমাজিক সমস্যা নিয়ে সমস্যা ও সুপারিশমালা উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় যুব সদস্যরা সরকারি বিভিন্ন সেবা, তথ্য অধিকার আইন, শিশু আইন বিষয়ে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন ও সুপারিশ তুলে ধরেন।
সেশনে উপস্থিত অন্যান্য অতিথিরা যুববদের তথ্য অধিকার আইন, শিশু আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জানার ও সচেতন হওয়ার আহবান জানান।
উল্লেখ্য যে, ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) বাংলাদেশ বর্তমানে সারাদেশে শিশু অধিকার ও সুরক্ষা, জেন্ডার সমতা, প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার, জলবায়ু পরিবর্তন নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।