ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সরকারি বাসভবনে ইনডোর সুইমিংপুল
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৮-১০ ০৫:৩১:৩৭

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ সরকারি  নিজ বাসভবনে আধুনিকমানের ইনডোর সুইমিংপুল তৈরি করে ব্যাপক আলোচনা এসেছেন। সরকারিভাবে বা তার বাসভবনে আধুনিক মানের ইনডোর সুইমিং পুল তৈরি করতে না পারলেও নিজস্ব ক্ষমতা বলেই এই আধুনিকমানের ইনডোর সুইমিং পুল তৈরি করে আলোচনায় এখন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।

আধুনিক মানের ইনডোর সুইমিং পুল তৈরি করতে কোটি টাকা খরচ হয়েছে বলে বিভিন্ন সূত্রে হতে জানা গিয়েছে।

জেলা প্রশাসক শাকিল আহমেদ গত দুই বছর আগে দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই আওয়ামী সরকারের আজ্ঞাবাহক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আওয়ামী সরকারের গত ৭ জানুয়ারি ড্যামি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন বলেই দিনাজপুরের ছয়টি আসনের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি তার।

আওয়ামী সরকারের একজন একনিষ্ঠ কর্মী থাকার কারণে নিজের ইচ্ছামতই প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্প নাম করেই লুটপাটের বাণিজ্য শুরু করেছেন তিনি।

জেলা প্রশাসকের জন্য বরাদ্দকৃত "দিনাজপুর ভবন "সরকারি বাসভবনে ইনডোর সুইমিং পুল তৈরি করে তিনি এখন টক অফ দা টাউনে পরিণত হয়েছেন।

তার সরকারি বাসভবনে কক্ষে কোটি টাকা ব্যয়ে এই ইনডোর সুইমিং পুল উদ্বোধন করার কথা ছিল রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের। খুবই গোপনীয়তার সাথে দিনাজপুর জেলা প্রশাসকের ইনডোর সুইমিং পুলে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন আসলেও তাদেরকে ইনডোর সুইমিংপুলের স্বাগতম ব্যানার দেখা যায়।

ইনডোর সুইমিংপুলে আধুনিক দরজা সহ বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখা হয়েছে। এই ইনডোর সুইমিংপুলে আরাম-আয়েশের জন্যই তৈরি করেছেন বলে অনেকের ধারণা। তিনি এবং তার পরিবার গরমের সময় সাঁতার কাটবেন বলেও কয়েকজন কর্মচারী মত প্রকাশ করেছেন।

দিনাজপুর সচেতন নাগরিক সমাজ বলেন, একজন জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে কিভাবে কোটি টাকার ব্যয়ে আরাম-আয়েশের জন্য ইনডোর সুইমিংপুল তৈরি করতে পারেন। আওয়ামী সরকারের দুঃশাসনের সাক্ষী হিসেবে এই জেলা প্রশাসক এই ইনডোর সুইমিং পুল তৈরি করে জনগণের টাকা তোসরুপ করেছেন। এই জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে কোটি টাকা ব্যয় এই ইনডোর সুইমিং পুল তৈরি করেছে । বিভিন্ন সরকারি প্রজেক্ট এর কাজ না করেই টাকা উত্তোলন করে এই সুইমিং পুলে ব্যয় করেছে বলে আশঙ্কা করছেন অনেকে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের খুব নিকটস্থ কয়েকজন কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক তার নিজস্ব ক্ষমতা বলেই এই ইনডোর সুইমিং পুল তৈরি করেছেন।  এটি তার একেবারেই ব্যক্তিগত ব্যাপার এবং আরাম আয়েশের জন্যই তৈরি করেছেন। তবে কোন প্রকল্পে এই ইনডোর সুইমিং পুল তৈরি করা হয়েছে এমন প্রশ্নে কোন সদাত্তর পাওয়া যায়নি।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ তার ইনডোর সুইমিং পুল তৈরির বিষয়ে সততা স্বীকার করে বলেন, এটি এখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি। টিমের ঘেরা-বেড়া দিয়ে রাখা হয়েছে। উদ্বোধন করার কথা ছিল তবে বিভাগীয় কমিশনার তা উদ্বোধন করতে অস্বীকৃতি জানিয়েছেন । তবে ইনডোর সুইমিং পুলের সমস্ত কাজকর্ম শেষ হয়েছে। কোন প্রকল্প থেকে এই ইনডোর সুইমিং পুল করা হয়েছে এমন প্রশ্নে তিনি কোন উত্তর দিতে পারেনি। তিনি খুব দ্রুত সময়ের মধ্যেই দিনাজপুর জেলা প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চান, এমনকি পদত্যাগ করতে চেয়েছেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী