ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ড. ইউনূসকে নিয়ে যা বললেন ফখরুল
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৮ ০৭:৩৯:০৫

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে চলমান সহিংসতা ও সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পঙ্গু হাসপাতালে আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে ছাত্র ও গোটা জাতির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন।

ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে তিনি বলেন, ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কাজ করছেন। আমি অভিভূত হয়েছি। গণতন্ত্র ফেরাতে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে শরিক হওয়া অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়েছি। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। পঙ্গু হাসপাতালে প্রায় এক মাসে ৬০০ এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এরকম অসংখ্য হাসপাতালেই এমন চিত্রই দেখা যাবে।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালের দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট বাচ্চারাও গুলিবিদ্ধ হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

বিএনপির মহাসচিব বলেন, ভয়াবহ দানব সরকারের পতন হয়েছে। ছাত্র আন্দোলনের সবাইকে স্যালুট ও অভিবাদন জানান মির্জা ফখরুল।

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ
দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ