ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
পুলিশদের ওয়ার্মলি ওয়েলকাম জানানোর পরামর্শ তিশার
  • বিনোদন ডেস্ক
  • ২০২৪-০৮-০৮ ০৭:৩০:১৭

বাংলাদেশ পুলিশ সদস্যদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে কাজে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ছাত্র-জনসাধারণের প্রতি এ আহ্বান জানান অভিনেত্রী। এ সময় তিশার ওই পোস্টে একটি ছবি শেয়ার করতে দেখা যায়।

 
ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে কয়েকজন ছাত্র দায়িত্বরত কিছু পুলিশ কর্মকর্তাদের হাতে বিস্কুট ও পানি তুলে দিচ্ছেন। ছবিটি দিয়ে তিশা বোঝাতে চেয়েছেন, ছাত্র-পুলিশের মাঝে কখনওই বৈরি সম্পর্ক নয়, বরং এমন উষ্ণ সম্পর্ক থাকাটা শ্রেয়।

ছবিটির ক্যাপশনে তিশা লেখেন, 'চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে। কারণ তারাও আমাদের দেশের অংশ।'

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ মানুষ ও পুলিশের মুখোমুখি অবস্থানে বাহিনীটির প্রতি নেতিবাচক অবস্থান সৃষ্টি হয়। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে ঘটতে থাকে হামলা, সহিংসতার মত ঘটনা; ভাঙচুর করা হয় বিভিন্ন থানা, দেওয়া হয় অগ্নিসংযোগ।

এতে নিরাপত্তা সংকটের কথা তুলে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে আতঙ্ক বাড়তে থাকে ডাকাতি, সম্পদ লুটের মত অপরাধের পাশাপাশি নিরাপত্তাহীনতার মাঝে কাটাতে থাকে সাধারণ মানুষ।

এমন অবস্থায় সকল পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।

রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!
শাহরুখ খানকে  ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!
সন্তান বড় করতে যে কারণে ঐশ্বরিয়াকে অনুসরণ করবেন দীপিকা